প্রতিবাদ করে শাস্তি পেলেন পোলার্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচারন করে শাস্তির মুখে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে এই ঘটনার দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে পোলার্ডকে। ডোয়াইন ব্রাভোর করা ইনিংসের শেষ ওভারে আম্পায়ার নিতিন মেনন দুটি ওয়াইড বল দেননি যা চেন্নাইয়ের পক্ষে গিয়েছিল।

এরপর আম্পয়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন পোলার্ড। ফলে আইপিএলের কোড অফ কন্ড্যাক্টের ধারা অনুযায়ী তাঁকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অন ফিল্ড আম্পয়ার মেনন এবং ইয়ান গোল্ড। পরবর্তীতে নিজের দায় স্বীকার করে নিয়েছেন পোলার্ড বিধায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, 'পোলার্ড লেভেল ১ এর ২.৮ ধারা ভঙ্গ করেছে এবং এর দায় স্বীকার করে নিয়েছে, সুতরাং আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।'
উল্লেখ্য আইপিএলের ১২তম আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
আর রুদ্ধশ্বাস এই জয়ের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন গেল বার মুম্বাইয়ের বোলিং মেন্টর হিসেবে কাজ করা লাসিথ মালিঙ্গা। এবারের আসরে মাঠে নেমে ফাইনালের শেষ ওভারে ৯ রান প্রতিরোধ করেছেন তিনি এবং তাঁর বোলিং নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছেড়েছে মুম্বাই।