বাটলারকে বল করার কৌশল জানা নেই আর্থারের
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে রীতিমত বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছিলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ৯টি ছয় এবং ৬টি চারের সাহায্যে মাত্র ৫৫ বলে ১১০ রানের অতিমানবীয় ইনিংস খেলা বাটলারকে থামাতে রীতিমত হিমশিম খেতে হয়েছে পাকিস্তানি বোলারদের।
ম্যাচ শেষে সফরকারীদের কোচ মিকি আর্থার জানিয়েছেন বাটলার এতটাই বিধ্বংসী ছিলেন যে তাঁর দলের বোলাররাও বুঝে উঠতে ব্যর্থ হয়েছেন বোলিং করার কৌশল। ১২ রানে ম্যাচটি হেরে যাওয়ার পর বাটলার বন্দনা না করে পারেননি এই প্রোটিয়া কোচ। আর্থার বলেছেন,

'আমি জানি না তাঁকে কিভাবে বল করতে হবে। আমি বোলারদের একই প্রশ্ন করেছি এবং তাঁদেরও কোনো উত্তর ছিল না। তবে আমি মনে করি না আমরা তাঁকে থামাতে যেতাম, আমাদের তাঁকে আউট করতে হতো।'
শুধু আর্থারই নন, বাটলারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগানও। তাঁর বিশ্বাস উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের মাঝে এমন কিছু কৌশল বিদ্যমান যা দলের অন্য কোনো সদস্যের নেই। মরগানের ভাষ্যমতে,
'বাটলারের এমন কিছু কৌশল আছে যা আমাদের অনেকেরই নেই। আমারো অবশ্যই নেই, তবে এটি দেখা দারুণ কিছু। সে যখনই খেলতে নামুক সর্বদা মনে হয় যেন তাঁর হাতে যথেষ্ট বল আছে এবং ৫০ বলে সেঞ্চুরি হাঁকাতে পারে। সে দুর্দান্ত একজন ব্যাটসম্যান এবং দুই দলের মধ্যে অনন্য।'
উল্লেখ্য সফরকারী পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১২ রানের জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আর এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
তাঁর মারমুখী ব্যাটিংয়ের কল্যাণে শুরুতে ব্যাটিং করে ৩ উইকেটে ৩৭৩ রানের পাহাড় গড়েছিল ইংলিশরা। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ৩৬১ রানে থামতে হয় পাকিস্তানকে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।