promotional_ad

চারে চার তত্ত্বে মাথা ঘামাচ্ছেন না রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ ফাইনালের লড়াইয়ে মাঠে নামছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচটি জিততে পারলে শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি টানা চার ম্যাচে চেন্নাইকে পরাজিত করার স্বাদ পাবে রোহিত বাহিনী। 


তবে ফাইনালের আগে এই 'চারে চার' তত্ত্ব নিয়ে খুব একটা ভাবছেন না মুম্বাই দলপতি। বরঞ্চ প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন তিনি। ফাইনালের আগে মোট তিন বার চেন্নাইয়ের বিপক্ষে খেলেছে দলটি, যার মধ্যে সবগুলো ম্যাচেই জয়ী হয়েছে তারা। কিন্তু আজ ফাইনালের আগে মাটিতেই পা রাখছেন রোহিত। 
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 



promotional_ad

'আমি ব্যক্তিগত ভাবে এই ব্যাখ্যার (চারে চার) সঙ্গে একমত হতে পারছি না। আইপিএল খুব কঠিন একটা প্রতিযোগিতা। এখানে প্রত্যেকটি দলই বিপজ্জনক। মনে রাখা দরকার, রাজস্থান রয়্যালস এ বার প্লে-অফে পৌঁছুতে পারেনি। কিন্তু গ্রুপ পর্বে ওরাই আমাদের দু’বার হারিয়েছে। ফলে ম্যাচের দিনে দল কতটা ভাল খেলছে, তার উপরেই সমস্ত কিছু নির্ভর করে।'


শুধু তাই নয়, সেরা দলের তকমা নিয়ে ফাইনালে মাঠে নামতেও নারাজ রোহিত। প্লে অফের দারুণ পারফর্মেন্স ভুলে ফাইনাল নিয়ে ভাবার পক্ষপাতী তিনি। দলের বাকি ক্রিকেটারদেরকেও একই পরামর্শ দিয়েছেন মুম্বাই কাপ্তান। তাঁর ভাষ্যমতে, 


'ফাইনালে খেলব বলে অবশ্যই একটা সুখানুভূতি রয়েছে। তবে আগের মতোই সেরা সফল দলের তকমা বহন করতে আমি রাজি নই। ক্রিকেটারদের বলে দিয়েছি, প্লে-অফে কী হয়েছিল সেই আবেগকে বিসর্জন দিয়ে ফাইনাল নিয়ে ভাবতে হবে। তার বাইরের ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামানো অর্থহীন।' 



উল্লেখ্য আজ বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএলের ফাইনালে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। আর আজ জিতে শিরোপা নিজেদের কাছেই রাখতে চাইবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball