'পরিবারকে সময় দিক আইপিএল ফেরত ক্রিকেটাররা'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার আগে পরিবারকে প্রাধান্য দেয়া উচিৎ আইপিএলে খেলা ক্রিকেটারদের, মতামত নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ গ্যারি স্টিডের। আইপিএলের দীর্ঘ ধকল কাটিয়ে দেশে ফেরা ক্রিকেটারদের কিছুদিন বিশ্রাম দেয়ার পক্ষে কিউই কোচ।
বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে হলে পরিবার পরিজনদের সাথে সময় কাটানোটা ক্রিকেটারদের জন্য অতীব জরুরী বলে মনে করেন স্টিড। আর সেই কারণে উইলিয়ামসনদের বিশ্রামের পক্ষে মত দিয়ে তিনি বলেছেন,

'আমাদের কিছু খেলোয়াড়দের চার থেকে পাঁচ দিনের মতো বাসায় থাকতে হবে যেন তাঁরা নিজেদের সতেজ রাখতে পারে, পরিবারদের সঙ্গ দিতে পারে এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে সময় কাটাতে পারে। আইপিএলে সাত থেকে আট সপ্তাহ কাটানো কঠিন একটি কাজ। সুতরাং পরিবারের সাথে পুনরায় সংযোগ স্থাপন করা হলো প্রথম কাজ আমি মনে করি।
বিশ্বকাপ নিয়ে অবশ্য এখনই খুব বেশি ভাবতে নারাজ কিউই কোচ। তাঁর মতে অন্যান্য দলের মতো নিজেরাও একই ধরণের প্রস্তুতি নিয়েছেন টুর্নামেন্টের জ???্য। এই চিন্তা মাথায় রেখে স্টিড বলেছেন, 'বিশ্বকাপ যে অনেক বড় একটি উপলক্ষ এতে কোনো সন্দেহ নেই, তবে আমি নিশ্চিত যে প্রত্যেক দলই একই ধরণের লক্ষ্য নিয়ে খেলবে, সুতরাং খুব বেশি অতিরঞ্জিত করার প্রয়োজন নেই।'
একই সাথে ম্যাচের ফলাফল নিয়ে না ভেবে বরং যতটা সম্ভব ধারাবাহিক প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে গুরুত্বআরোপ করতে চাইছেন স্টিড। প্রস্তুতি ভাল হলে প্রত্যেক দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা অসম্ভব হবে না বলে বিশ্বাস তাঁর,
'আমার মতে আমাদের এখন যতটা সম্ভব ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে হবে যেন প্রত্যেকটি দলের বিপক্ষে আমরা ভাল খেলতে পারি। আমরা যদি শেষের ফলাফল নিয়ে বেশি চিন্তা করতে থাকি তাহলে ভুল করতে থাকব। ফলাফল নিয়ে সর্বদা খুব বেশি ভাবাটা তাই ঠিক হবে না,' বলেছেন কিউই কোচ।