promotional_ad

নতুন অধিনায়কের অধীনে জিতল আফগানিস্তান

রহমত শাহ, (সংগৃহীত)
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক স্কটল্যান্ডকে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ২ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে সফরকারী আফগানিস্তান। এরই সাথে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম সিরিজ জয়ের মুখ দেখলেন আফগানদের নতুন অধিনায়ক গুলবাদিন নাইব। 


স্কটল্যান্ডের দি গ্রেঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে টসে জিতে ব্যাট করে আফগানদের সামনে ৩২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকরা। এরপর এই লক্ষ্যে খেলতে নেমে ৪৪.৫ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। পরবর্তীতে বৃষ্টি না কমায় ডার্কওয়ার্থ লুইস বা বৃষ্টি আইনে আফগানরা এগিয়ে থাকায় ২ রানে জয়ী হয় তারা।


লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য এদিন দারুণ ব্যাটিং করেছেন অলরাউন্ডার রহমত শাহ। তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তাঁর ব্যাট থেকে এসেছে ১১৫ বলে ১১৩ রানের ঝলমলে একটি ইনিংস। 


অপরদিকে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ শাহজাদ এবং হাসমতউল্লাহ শহীদি। শাহজাদ ৫৫ রান করে আউট হলেও ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন শহীদি। স্কটল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন ব্র্যাড হুয়েল, অ্যালাসডেয়ার ইভান্স এবং টম সোল। 



promotional_ad

এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। পরবর্তীতে ডানহাতি ব্যাটসম্যান কালাম ম্যাকলিওডের দারুণ সেঞ্চুরি এবং অধিনায়ক কোয়েটজারের হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের ৩২৫ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। 


৮৯ বলে ১০০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন ম্যাকলিওড। যেখানে ৯৮ বলে ৭৯ রান এসেছেন ওপেনার কোয়েটজারের ব্যাট থেকে। এছাড়াও রিচি বেরিংটন ৩৩ এবং ম্যাথিউ ক্রস ৩২ রান করতে সক্ষম হয়েছেন। 


আফগানদের হয়ে অধিনায়ক গুলবাদিন নাইব ৩ উইকেট পেলেও রান খরচ করেছেন ৭২টি। এছাড়াও হামিদ হাসান এবং আফতাব আলম পেয়েছেন ২টি করে উইকেট। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 


উল্লেখ্য এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে ২৮ বছর বয়সী গুলবাদিন নাইবের। আসগর আফগানের পরিবর্তে কয়েকদিন আগেই তাঁকে অধিনায়কত্বভার দিয়েছিলেন আফগান নির্বাচকেরা।  


সংক্ষিপ্ত স্কোরঃ



স্কটল্যান্ড- ৩২৫/৭ (৫০ ওভার) (ম্যাকলিওড-১০০, কোয়েটজার- ৭৯; নাইব-৩/৭২, হাসান-২/৫৫) 


আফগানিস্তানঃ ২৬৯/৩ (৪৪.৫ ওভার) (রহমত-১১৩, শহীদি-৫৯*; সোল-১/৪৭, ইভান্স-১/৪৫) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball