দুর্নীতির দায়ে আইসিসির কাঠগড়ায় দুই লঙ্কান ক্রিকেটার
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার দুই ক্রিকেটার নুয়ান জয়সা এবং আভিস্কা গুনাওয়ার্দেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ হয়ে এই দুই লঙ্কানকে অভিযুক্ত করেছে তারা।
টি টেন লীগে ইসিবির কোড অফ কন্ড্যাক্টের চারটি ধারা ভঙ্গ করেছিলেন সাবেক লঙ্কান বাঁহাতি পেসার জয়সা। অপরদিকে দুইটি ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে গুনাওয়ার্দেনেকে। গত বছরের ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত টি টেন টুর্নামেন্টে দুর্নীতি করেছিলেন এই দুই লঙ্কান।
জয়সার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে নিম্নোক্ত চারটি ধারায়ঃ
আর্টিকেল ২.১.১- ম্যাচের ফলাফল অনৈতিকভাবে পরিবর্তন করার জন্য চুক্তিবদ্ধ হওয়া

আর্টিকেল ২.১.৪- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাঠে কাউকে অনৈতিক কাজে প্রলুদ্ধ করা, নির্দেশ প্রদান করা কিংবা আর্টিকেল ২.১ এর ধারা ভঙ্গ করা।
আর্টিকেল ২.৪.৪- অ্যান্টি কোরাপশন ইউনিটকে (এসিইউ) বিস্তারিতভাবে দুর্নীতি সংক্রান্ত সকল তথ্য না জানানো
আর্টিকেল ২.৪.৬- এসিইউ দ্বারা পরিচালিত কোনও দুর্নীতি সংক্রান্ত তদন্তের সাথে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা আপত্তি জানানো।
গুনাওয়ার্দেনের বিরুদ্ধে আনা অভিযোগের ধারাগুলো নিম্নরূপঃ
আর্টিকেল ২.১.৪- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাঠে কাউকে অনৈতিক কাজে প্রলুদ্ধ করা, নির্দেশ প্রদান করা কিংবা আর্টিকেল ২.১ এর ধারা ভঙ্গ করা
আর্টিকেল ২.৪.৫- এসিইউকে কোনো বিতর্কিত ঘটনার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে ব্যর্থ হওয়া অথবা এমন কোনো তথ্য যা ঘটনার তদন্তে সাহায্য করবে তা প্রকাশ করা থেকে বিরত থাকা।
উল্লেখ্য এই অভিযোগগুলোর বিপরীতে আগামী ২৩শে মে তারিখের মধ্যে আপিল করতে হবে এই দুই লঙ্কান ক্রিকেটারকে। এর আগে গত বছরের নভেম্বরে আইসিসির দুর্নীতি দমন ইউনিট জয়সাকে একই দুর্নীতির অভিযোগে সাময়িক নিষিদ্ধ করেছিল। এবার নতুন করে আবারো তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।