promotional_ad

বিশ্বকাপ শেষ রিচার্ডসনের, বদলি আরেক রিচার্ডসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাঁধের ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ডানহাতি পেসার ঝেই রিচার্ডসন। ২২ বছর বয়সী এই তরুণ পাকিস্তানের বিপক্ষে শারজাহতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে কাঁধে চোট পেয়েছিলেন।


সেই চোটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো তাঁর। রিচার্ডসনের বদলী ক্রিকেটার হিসেবে এরই মধ্যে অবশ্য আরেক ডানহাতি পেসার কেন রিচার্ডসনকে ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 


তবে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া ঝেই রিচার্ডসন আগামী ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলার আশা করছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি রিচার্ডসনের ছিটকে পড়াকে হতাশার বলে আখ্যা দিয়েছেন। ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনক না হওয়ার কারণে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বিকলি বলেছেন,  



promotional_ad

'এটি অবশ্যই অনেক হতাশার একটি খবর দলের এবং ঝেইয়ের জন্য। পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সময়ে সে দারুণ উন্নতি করছিল। নেটে তাঁর সর্বশেষ কার্যক্রম এবং বোলিং করার চেষ্টা প্রমাণ করেছে তাঁর যতটা দ্রুত উন্নতি করার প্রয়োজন ততটা সে করছে না। আর এই কারণে নির্বাচকদের সাথে আলোচনা করে আমরা তাঁকে স্কোয়াড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।' 


তবে আগামী ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলতে পারবেন তরুণ এই ডানহাতি পেসার, বিশ্বাস অজি ফিজিওথেরাপিস্টের। রিচার্ডসনের বোলিং পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে জানিয়ে বিকলির ভাষ্য, 


'ঝেই তাঁর পুনর্বাসন অব্যাহত রাখবে এবং আমরা তাঁর বোলিং দেখবো আগামী সপ্তাহগুলোতে। তবে এই মুহূর্তে আমরা এখনও আশাবাদী যে সে অস্ট্রেলিয়া এ দলের সাথে ইংল্যান্ড সফরে যেতে পারবে।'


ঝেই রিচার্ডসনের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়া নিঃসন্দেহে অস্ট্রেলিয়া দলের জন্য বড় আঘাত। এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৬.৩৩ গড়ে ২৪ উইকেট শিকার করেছেন এই ডানহাতি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন তিনি। 



তবে ঝেইয়ের বদলী হিসেবে ডাক পাওয়া কেন রিচার্ডসনও আছেন দারুণ ফর্মে। গত বিগ ব্যাশ লীগে (বিবিএল) বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ২৮ বছর বয়সী এই পেসার। মেলবোর্ন রেনিগেডসের হয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। তারই সুবাদে এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হলো তাঁর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball