promotional_ad

নতুন কীর্তির সামনে সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে অপেক্ষমাণ নতুন এক কীর্তি। আড়াইশ উইকেটের দ্বারপ্রান্তে অবস্থান করছেন বাঁহাতি এই স্পিনার। আর মাত্র ৩টি উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে উইন্ডিজদের বিপক্ষের ম্যাচে এই সুযোগ রয়েছে সাকিবের।


২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সাকিব ১৯৫টি ওয়ানডেতে শিকার করেছেন ২৪৭ উইকেট। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৪৪ এবং গড় ২৯.৬৮। সাকিবের আগে ওয়ানডেতে আড়াইশ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


মোট ২০৩টি ওয়ানডেতে এখন পর্যন্ত তাঁর শিকার ২৫৮ উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৭৮ এবং গড় ৩১.৪১। নড়াইল এক্সপ্রেসের পর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয়তে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক।


বাংলাদেশের হয়ে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫৩টি ওয়ানডেতে ৪.৫৬ ইকোনমি এবং ২৯.২৯ গড়ে ২০৭টি উইকেট শিকার করেছেন তিনি। তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানটি দখলে রেখেছেন যথাক্রমে পেসার রুবেল হোসেন এবং আরেক সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিক।



promotional_ad

২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা পেসার রুবেল খেলেছেন ৯৬টি ওয়ানডে। যেখানে ৫.৬২ ইকোনমি ও ৩২.৯৪ গড়ে ১২২টি উইকেট শিকার করেছেন। 


পঞ্চমে থাকা রফিক অবসর নিয়েছিলেন ২০০৭ সালে। এর আগে দেশের হয়ে ১২৩টি ওয়ানডেতে ১১৯ উইকেট নিতে পেরেছেন তিনি। যেখানে তাঁর বোলিং ইকোনমি ছিল ৪.৩৯ ও গড় ৩৮.৭৫। 


ওয়ানডেতে শীর্ষ উইকেট শিকারি বোলারঃ (সেরা পাঁচ)


১। মাশরাফি বিন মর্তুজাঃ ২৫৮ 


২। সাকিব আল হাসানঃ ২৪৭



৩। আব্দুর রাজ্জাকঃ ২০৭


৪। রুবেল হোসেনঃ ১২২


৫। মোহাম্মদ রফিকঃ  ১১৯



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball