বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে আলিম দারের ডাবল সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এবং উইন্ডিজদের মধ্যকার আজকের ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। তাঁর আগে এই কীর্তি গড়ার নজীর রয়েছে মাত্র দুই জন আম্পায়ারের।
তাঁরা হলেন রুডি কোয়ার্টজেন এবং বিলি বাউডেন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার কোয়ার্টজেন মোট ২০৯টি ওয়ানডেতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিউজিল্যান্ডের বাউডেনও ২০০ ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন।
এবার এই দুই আম্পায়ারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করার রেকর্ডটি নিজের করে নেয়ার দ্বারপ্রান্তে আছেন পাকিস্তানি আলিম দার। তবে টিভি আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ৬১টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন আলিম দার।
সবমিলিয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে ২৬০টি ওয়ানডেতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করার। এদিক থেকে অবশ্য তিনি ছাড়িয়ে গিয়েছেন বাকিদেরও। এর আগে বিলি বাউডেন ৫৯টিতে এবং রুডি কোয়ার্টজেন ৪১টি ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন। সুতরাং সবমিলিয়ে বাউডেন ২৫৯টি এবং কোয়ার্টজেন ২৫০টি ম্যাচে উপস্থিত ছিলেন।
ওয়ানডের পাশাপাশি টেস্টেও রেকর্ড গড়ার খুব কাছে দাঁড়িয়ে আছেন আলিম দার। এখন পর্যন্ত মোট ১২৫টি টেস্টে আম্পায়ারিং করেছেন দার। ১২৮টি টেস্টে আম্পায়ারিং করে শীর্ষে আছেন ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনর।
ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়াররাঃ
আম্পায়ার |
ম্যাচ |
টিভি আম্পায়ার |
মোট |
রুডি কোয়ার্টজেন ![]() |
২০৯ |
৪১ |
২৫০ |
বিলি বাউডেন |
২০০ |
৫৯ |
২৫৯ |
আলিম দার |
১৯৯ |
৬১ |
২৬০ |
স্টিভ বাকনর |
১৮১ |
২৬ |
২০৭ |
ড্যারেল হার্পার |
১৭৪ |
৪৫ |
২১৯ |
সাইমন টফেল |
১৭৪ |
৪৬ |
২২০ |