promotional_ad

লিটনের বিদায়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ১৭৪/১০ (৪২.২ ওভার) (কাপালি-৪৩, নাহিদুল-২৬; সজীব- ৪/৪০, গাজি-৩/৩৮)


মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ৭৩/২ (১২ ওভার) (মজিদ-৩০*, রকিবুল-০*; নাঈম-১/২৩, রাজ্জাক-১/২)



promotional_ad

জুটি ভাঙ্গলেন রাজ্জাকঃ লিটন আউট হওয়ার পর ৩১ রানের জুটি গড়েছিলেন ইরফান শুক্কুর এবং আব্দুল মজিদ। তবে দলীয় ৭৩ রানের সময় শুক্কুরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। ১১ রান করে আউট হয়েছেন শুক্কুর। 


লিটনের বিদায়ঃ প্রাইম ব্যাংকের ছুঁড়ে দেয়া ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার লিটন কুমার দাস এবং আব্দুল মজিদের ব্যাটে ভালো শুরু পেয়েছিল মোহামেডান। তবে দলীয় ৪২ রানের মাথায় লিটনকে সাজঘরে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন প্রাইম ব্যাংকের ডানহাতি স্পিনার নাঈম হাসান। ৩২ রান করে বোল্ড হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন। 


এর আগে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪৬ বল হাতে রেখে মাত্র ১৭৪ রানে অলআউট হয়েছিল আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। 


আজকের ম্যাচেও ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিতে হয়েছে বিজয়কে। আবাহনীর বিপক্ষে গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া বিজয় আজ মাত্র ১০ রান করতে পেরেছেন।ম্যাচটিতে শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডান বোলারদের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানেরা।



স্পিনার সাকলাইন সজীব ১০ ওভার বোলিং করে মাত্র ৪০ রানে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন। অপরদিকে অধিনায়ক সোহাগ গাজি ৩৮ রান খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট। আর রাহাতুল ফেরদৌস পেয়েছেন ২টি।  


মোহামেডানের দারুণ বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৪৩ রান করতে পেরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অলোক কাপালি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন নাহিদুল ইসলাম। আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান আব্দুর রাজ্জাক ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২ রান নিয়ে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball