বিগ ব্যাশে ডি ভিলিয়ার্সকে নিয়ে চলছে কাড়াকাড়ি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯-২০ বিগ ব্যাশে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এরপর থেকেই তাঁকে দলে পেতে মরিয়া হয়ে আছে বিগ ব্যাশে অংশগ্রহণকারী দলগুলো।
ডি ভিলিয়ার্সকে দলে পেতে ইতিমধ্যে বেশ কয়েকটি দল চেষ্টা শুরু করে দিয়েছে। ধারণা করা হচ্ছে এবি বিগ ব্যাশে চুক্তিবদ্ধ হলে বিগ ব্যাশের ইতিহাসের অন্যতম বড় চুক্তি হিসেবে গণ্য করা হবে এটাকে।

বিগ ব্যাশের গেল আসরেও গুঞ্জন উঠেছিলো এবি ডি ভিলিয়ার্সের অংশ নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত খেলা হয় নি তাঁর। তবে নতুন আসরের জন্য এবি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন।
'ডি ভিলিয়ার্সের মত ক্রিকেটার বিগ ব্যাশে অংশ নিলে আমরা সত্যি আনন্দিত হবো। তাঁকে দলে পেতে মুখিয়ে আছি। সে একজন বিনোদন প্রদানকারী ক্রিকেটার।' (গত বছর এক সাক্ষাৎকারে বলেছিলেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল)।
বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আইপিএল শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগেও (সিপিএল) খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চলতি বছর রংপুর রাইডার্সের হয়ে অংশ নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। এছাড়া পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলেছেন গত বছর হুট করে ক্রিকেটকে বিদায় জানানো এই প্রোটিয়া।