promotional_ad

মাশরাফি ও মোসাদ্দেকের আঘাতে বিপদে মোহামেডান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


আবাহনী লিমিটেডঃ ৩০৪/৭ (৫০ ওভার) (সাব্বির-৬৪, মিঠুন-৫৬; শফিউল-৩/৬৩, রাহাতুল-২/৪১) 


মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ২১/৩ (৭ ওভার) (রকিবুল-৩*, তুষার-১*; মোসাদ্দেক- ২/৯, মাশরাফি-১/ ১২)



promotional_ad

অভিষেকের বিদায়ঃ মাত্র ৫ রানের ব্যবধানে নিজেদের তৃতীয় উইকেট হারিয়েছে মোহামেডান। ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে অভিষেক মিত্রকে মাশরাফির হাতে ক্যাচ বানিয়ে আউট করেছেন মোসাদ্দেক। একই সাথে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন তিনি। ২০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বর্তমানে বেশ বিপদে পড়েছে সোহাগ গাজির মোহামেডান। 


মাশরাফির আঘাতঃ মোসাদ্দেকের পর এবার মোহামেডান শিবিরে আঘাত হেনেছেন মাশরাফি বিন মর্তুজা। দলীয় মাত্র ১৫ রানের মাথায় আরেক ওপেনার ইরফান শুক্কুরকে সাজঘরে পাঠিয়েছেন নড়াইল এক্সপ্রেস। টাইগার দলপতির বলে বোল্ড হয়ে ফিরেছেন ৮ রান করা শুক্কুর। আর এরই সাথে আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন মাশরাফি। 


মোসাদ্দেকের প্রথমঃ  ৩০৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে মোহামেডান। আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের বলে ওপেনার আব্দুল মজিদ সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়েছেন। ফলে মাত্র ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় মোহামেডান।  


উল্লেখ্য আজকের ম্যাচটিতে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের হাফসেঞ্চুরিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩০৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে আবাহনী।



সাব্বির ৬৪, মিঠুন ৫৬ এবং অধিনায়ক মোসাদ্দেক ৫৪ রান করেছেন। এছাড়াও শেষের দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ৪১ রানের ইনিংস। এছাড়াও ৩৬ রান করেছেন নাজমুল ইসলাম শান্ত। 


আবাহনীর ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে মোহামেডান পেসার শফিউল ইসলাম ৩ উইকেট শিকার করলেও রান খরচ করেছে ৬৩। এছাড়া ৪১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস। আর একটি উইকেট পেয়েছেন সোহাগ গাজি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball