তিন হাফসেঞ্চুরিতে রানের পাহাড়ে আবাহনী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের হাফসেঞ্চুরিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩০৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী।
আজ ডিপিএলের সুপার লীগের ম্যাচে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে মোসাদ্দেকের দলটি।

সাব্বির ৬৪, মিঠুন ৫৬ এবং অধিনায়ক মোসাদ্দেক ৫৪ রান করেছেন। এছাড়াও শেষের দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে এসেছে ৪১ রানের ইনিংস। এছাড়াও ৩৬ রান করেছেন নাজমুল ইসলাম শান্ত।
আবাহনীর ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফর্মেন্সের সামনে মোহামেডান পেসার শফিউল ইসলাম ৩ উইকেট শিকার করলেও রান খরচ করেছে ৬৩। এছাড়া ৪১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস। আর একটি উইকেট পেয়েছেন সোহাগ গাজি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আবাহনী লিমিটেডঃ ৩০৪/৭ (৫০ ওভার) (সাব্বির-৬৪, মিঠুন-৫৬; শফিউল-৩/৬৩, রাহাতুল-২/৪১)