promotional_ad

ব্যাট হাতে কাপালির লড়াই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।


দোলেশ্বর বোলারদের সামনে একমাত্র ব্যতিক্রম ছিলেন প্রাইম ব্যাংকের অভিজ্ঞ ব্যাটসম্যান অলোক কাপালি। ৮৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। অপরদিকে আরিফুল হক ২৭ এবং মনির হোসেন ২৩ রান করেছেন। এছাড়া বাকি ব্যাটসম্যানদের আর কেউ সেভাবে রান করতে পারেননি। 



promotional_ad

ম্যাচটির শুরুতে এদিন টসে জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। এরপর খেলতে নেমে দোলেশ্বর বোলারদের সামনে একেবারেই সুবিধা করতে পারেননি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানেরা।


বরাবরের মতো এই ম্যাচেও বল হাতে বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছিলেন দোলেশ্বর অধিনায়ক। ৯.১ ওভার বোলিং করে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংক শিবিরে ধ্বস নামিয়েছেন তিনি।


কম যাননি ডানহাতি পেসার মানিক খান এবং বাঁহাতি স্পিনার তাইবুর রহমানও। ৯ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মানিক। যেখানে ৫ ওভারে মাত্র ১০ রান দিয়ে সমান সংখ্যক উইকেট তুলে নিয়েছেন তাইবুর। আর একটি করে উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র এবং আরাফাত সানি। 



সংক্ষিপ্ত স্কোরঃ


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ১৬৯/১০ (৪৮.১ ওভার) (কাপালি-৬১, আরিফুল-২৭; ফরহাদ-৪/২২, তাইবুর-২/১০) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball