খালেদ ও তাইজুলে দিশেহারা রূপগঞ্জ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিপিএলের সুপার লীগ পর্বে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মাত্র ১৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৭১ রানে অলআউট হয়েছে নাঈম ইসলামের দল।
সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রূপগঞ্জ অধিনায়ক। পরবর্তীতে খেলতে নেমে শেখ জামাল বোলারদের তোপের মুখে পড়তে হয় তাদের। ১০০ রানের আগে ৪ উইকেট হারিয়ে ফেলার পর বাকি ৬ উইকেট তারা হারিয়েছে মাত্র ৭১ রানের ব্যবধানে।

রূপগঞ্জকে এত অল্প রানে গুঁটিয়ে দেয়ার পেছনে মূল কলকাঠি নেড়েছিলেন পেসার খালেদ আহমেদ এবং স্পিনার তাইজুল ইসলাম। খালেদ ৭.৩ ওভার বোলিং করে মাত্র ৩১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন।
যেখানে ৫ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন তাইজুল। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন, এনামুল হক, ইলিয়াস সানি এবং সালাউদ্দিন শাকিল।
শেখ জামাল বোলারদের দারুণ পারফর্মেন্সের সামনে ওপেনার মোহাম্মদ নাঈম ছাড়া তেমন সুবিধা করতে পারেননি রূপগঞ্জের কোনও ব্যাটসম্যান। নাঈম ১১২ বলে ৫৮ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন ভারতীয় রিক্রুট ঋষি ধাওয়ান।
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অফ রুপগঞ্জঃ ১৭১/১০ (৪৯.৩ ওভার) (নাঈম-৫৮, ধাওয়ান-২৩; খালেদ-৪/৩১, তাইজুল-২/১৬)