আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করল জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হারারেতে সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে আরব আমিরাতকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই হারে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে আরব আমিরাত।
টসে জিতে আগে ব্যাট করে ৪৭.১ ওভারে ১৭৫ রানে অলআউট হয়েছে আরব আমিরাত। দলের হয়ে ওপেনার চিরাগ সুরি করেন ৪৬ রান। এছাড়া রিজওয়ান করেন ৪৫ রান।

শেষদিকে মোহাম্মদ উসমান করেন ২৪ বলে ২৭ রান। জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন কাইল জারভিস, এম পফু এবং শন উইলিয়ামস।
এরপরে বৃষ্টি বাধা দিলে জিম্বাবুয়ের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১২৮ রান। উদ্বোধনী জুটিতেই জিম্বাবুয়ে ওপেনাররা তোলে ৪৪ রান।
এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষদিকে টিমিকেন মারুমার ২২ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে জয় পেয়েছে দলটি।
ওপেনার চাকাভার ব্যাট থেকে আসে ২৮ রান। ৩১ বল হাতে রেখেই জয় পেয়েছে জিম্বাবুয়ে।