এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চার ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আরব আমিরাতকে ১৩১ রানের ব্যবধানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৭৬ রানে অল আউট হয়েছে তারা।
বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানেই শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারায় আরব আমিরাত। ১ রান করে আশফাক আহমেদ ফেরার পর কোনো রান না করেই আউট হয়ে যান গোলাম সাব্বির।
আর রোহান মোস্তফার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। চতুর্থ উইকেটে ৪৬ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন রিজওয়ান ও শাইমান আনোয়ার। রিজওয়ান ৪৭ রান করে আউট হলে দ্রুতই ফিরে যান শাইমান।
তার ব্যাট থেকে এসেছে ২৭ রান। মিডেল অর্ডারে উসমানের ৪৯ রান ছাড়া এরপর আর কেউ দাঁড়াতে না পারলে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।
জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল একাই নিয়েছেন ৪টি উইকেট। জার্ভিস ও রাজা ২টি করে উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট গেছে এমপফু ও তিরিপানোর ঝুলিতে।

এর আগে শেন উইলিয়ামসের দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রানের বড় পুঁজি পায় জিম্বাবুয়ে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ১ রান করা চাকাভাকে হারায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েছেন ক্রেইগ আরভিন ও সোলেমান মিরে। মিরে ৪০ রানে আউট হওয়ার পর আরভিন ফিরেছেন ৬০ রান করে। এরপর সিকান্দার রাজাও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।
তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। পঞ্চম উইকেটে ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন শেন উইলিয়ামস ও পিটার পুর। উইলিয়ামস ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
আর মুরের ব্যাট থেকে এসেছে ৫৮ রানের অপরাজিত ইনিংস। আরব আমিরাতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নাভিদ, কাদের আহমেদ, জাহোর খান ও রোহান মোস্তফা।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়েঃ ৩০৭/৪ (৫০ ওভার)
( উইলিয়ামস ১০৯*, আরভিন ৬৪; নাভিদ ১/৪২)
আরব আমিরাতঃ ১৭৬/১০ (৪৬.২ ওভার)
(উসমান ৪৯, রিজওয়ান ৪৭; জার্ভিস ২/২০, বার্ল ৪/৩২)