নতুন ভূমিকায় আরব আমিরাত দলে ক্রেমার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের পরামর্শকের দায়িত্ব নিয়েছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তিনি আরব আমিরাতের প্রধান কোচ ডগি ব্রাউনের সহকারী হিসেবে আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই কাজ শুরু করবেন।
গত বছর আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে বৃষ্টি আইনে ৩ রানে হেরে বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। ফলে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয় ক্রেমারকে।
এরপর ৩২ বছর বয়সী এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবন স্থগিত রেখে আরব আমিরাতে পরিবারের কাছে চলে যান। ক্রেমারের স্ত্রী দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইনসের পাইলট হিসেবে আছেন।

আগামী ১০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজে ক্রেমারকে দেখা যাবে প্রতিপক্ষ শিবিরে। এই জিম্বাবুইয়ান ইতিমধ্যে আরব আমিরাত দলের পরামর্শকের দায়িত্ব নেয়ার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
'এটা রাতে রাতে হয়ে গেছে, ডগি এবং উইল আমার সাথে যোগাযোগ করেছিল। আমাদের বেশ ভালো কথাবার্তা হয়েছে এবং মূল দলের সঙ্গে যুক্ত হওয়াটা দারুণ ব্যাপার।'
নতুন এই দায়িত্ব নিয়ে দারুণ আনন্দিত ক্রেমার। আরব আমিরাত দলের দুই কোচ ডগি ও উইলের সাথে কাজ করা উপভোগ করছেন বলে জানিয়েছেন ক্রেমার।
'তারা দারুণ মানুষ এবং ডগি ও উইলের সাথে কাজ করা আমি উপভোগ করি। পরামর্শকের ভূমিকায় আসা সত্যিই চমৎকার। আমি সত্যিই আনন্দিত এসে এবং ছেলেদের সাহায্য করতে পেরে। কারণ আমি জানি তারা অনেক প্রতিভাবান।'