প্রথম ওভারেই সাকিবের হানা

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্সঃ ৭/১, ২ ওভারে

রানা ০*, ভুবনেশ্বর কুমার ০/১, সাকিব ১/৬
সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৮১/৩, ওভারঃ ২০
ওয়ার্নার ৮৫ (৫৩), বিজয় ৪০ (২৪); রাসেল ২/৩২, চাওলা ১/২৩
প্রথম ওভারেই সাকিবের আঘাতঃ ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন তিনি।
ওভারের দ্বিতীয় বলে ক্রিস লিনের হাতে ছক্কা খেয়েছিলেন তিনি। ওভারের শেষ বলে এসে আবারও উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে রাশিদ খানের তালুবন্দি হন তিনি। চতুর্থ বারের মতো সাকিবের বলে আউট হয়েছেন লিন।