আইপিএলে রায়নার দুর্লভ রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যান সুরেশ রায়না।
যারপরনাই, আইপিএলে সর্বোচ্চ রানের মালিক তিনি। তবে পাঁচ হাজারের মাইলফলক স্পর্শ করতে ১৫ রান দরকার ছিল তাঁর।

এবারের আইপিএলের উদ্বোধনী দিনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এদিনে ৭১ রানের অল্প লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ১৯ রানে ফিরে গিয়েছেন রায়না। তবে তার আগেই পাঁচ হাজারের দুর্লভ রেকর্ডটি প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন তিনি।
আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন রায়না। মাঝে দুই বছর ফিক্সিং কেলেঙ্কারিতে আইপিএলে চেন্নাই না থাকায় গুজরাট লায়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।