ইডেন গার্ডেন্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে ব্রাথওয়েটকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ সালে ইডেন গার্ডেন্সে টানা চার ছক্কায় উইন্ডিজকে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। আইপিএলের এবারের আসরে সেই ইডেনেরই ঘরের ছেলে তিনি। খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
ইডেন গার্ডেন্সের এই মাঠই ব্রাথওয়েটকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আইপিএলের গত আসরে হায়দ্রাবাদের হয়ে ৪ ম্যাচ খেললেও কিছু করে দেখাতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

‘গত বার সানরাইজার্সের হয়ে মাত্র চার ম্যাচে খেলার সুযোগ পেয়েছি। কিছু করে দেখাতে পারিনি। এ বার প্রথম ম্যাচ থেকেই সুযোগ কাজে লাগাতে চাই। আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এই ইডেন। এখান থেকেই আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলাম। এখনও সেই রাতের কথা মনে করলে গায়ে কাঁটা দেয়। এ বার ইডেনকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে।'
আইপিএলের এবারের আসরের শুরুতে ৫ কোটি রুপিতে ব্রাথওয়েটকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলে আন্দ্রে রাসেল, ক্রিস লিন ও সুনীল নারিনের মতো পিঞ্চ হিটাররা আছেন।
সেই ফাইনালের পর পিঞ্চ হিটার হিসেবে খ্যাতি পেয়েছেন ব্রাথওয়েটও। এটাকেই বড় প্রাপ্তি মনে করেন করেন তিনি। দর্শকদের আনন্দ দেয়াই প্রধান লক্ষ্য এখন এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের।
‘আমাদের দেশে পিঞ্চহিটারের সংখ্যা কখনও কমবে না। আগে ক্রিস (গেইল), রাসেল, পোলার্ডকে ধরা হত। এখন ওদের সঙ্গে আমার নামও জুড়ে গিয়েছে। এটা বড় প্রাপ্তি। দর্শককে যদি আমি আনন্দ দিতেই না পারি, তা হলে ক্রিকেট খেলার মজা কোথায়।’