আইপিএল ১১- দুর্ভাগা বোলার রাশিদ খান
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের সবচেয়ে দুর্ভাগা বোলার ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের লেগ স্পিনার রাশিদ খান। অথচ গত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের মাঝে দ্বিতীয়তে ছিলেন আফগানিস্তানের এই তারকা।
হায়দ্রাবাদের হয়ে ১৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। ৬.৭৩ ইকোনমিতে তুলে নিয়েছিলেন ২১ উইকেট। কিন্তু ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছিল রাশিদ খানের দিক থেকে। অর্থাৎ দুর্ভাগ্যক্রমে আম্পায়ারের ভুল, ক্যাচ মিস কিংবা ফিল্ডিং মিসের কারণে সবচেয়ে বেশি রান এসেছে তাঁর বোলিংয়ে।

আইপিএলের একাদশ আসরে রাশিদের দেয়া ৪৫৮ রানের মধ্যে ১৬০ রান এসেছিলো ভাগ্য দোষে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন চেন্নাই সুপার কিংসের শার্দুল ঠাকুর। ১৩ ম্যাচ খেলে ৪৩১ খরচ করা এই পেসারের দুর্ভাগ্যের খাতায় রান ১৫৭।
পরের স্থানটি কলকাতা নাইট রাইডার্সের শিভাম মাভির। তরুণ এই পেসার নয়টি ম্যাচ খেলেছিলেন গত আসরে। ২৭০ রান খরচ করেছেন তিনি, যার মাঝে ভাগ্য সহায় না থাকায় ১০৮ রান এসেছে তাঁর হাত ধরে।
তবে ভাগ্য সহায় ছিল চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চাহারের। ১২ ম্যাচ খেলে ২৭৮ রান দিয়েছেন তিনি, যেখানে দুর্ভাগ্যক্রমে রান বিলিয়েছেন মাত্র ১৪। সবচেয়ে ভাগ্যবান বোলার ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা উমেশ যাদব। ১৪ ম্যাচ খেলা এই পেসার রান দিয়েছেন ৪১৮, যার মাঝে দুর্ভাগ্যক্রমে মাত্র ৮ রান দিয়েছেন তিনি।