আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল চেন্নাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। সাইড স্ট্রেন ইনজুরির কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ই সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েছিলেন এনগিডি। এই ইনজুরি থেকে সেরে উঠতে তাঁর সময় লাগবে চার সপ্তাহ।

যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ তাই এর আগে এনগিডিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজে বিষয়টি নিশ্চিত করেছেন।
'শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বোলিং করার সময় বেথা অনুভব করে লুঙ্গি। এরপর সাথে সাথে সে বোলিং থামিয়ে দেয়। পরবর্তীতে স্ক্যান করানো হলে দেখা যায় পেশীতে গ্রেড টু মাসেল স্ট্রেইন রয়েছে তাঁর।
যেখান থেকে তাঁর ফিট হতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ। এরপর আবার পুনর্বাসনে থাকতে হবে তাঁকে। যেহেতু সামনে বিশ্বকাপ তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না আমরা।'
গেল আইপিএলে নিলাম থেকে এনগিডিকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। সেবার চেন্নাইকে তৃতীয় শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল তাঁর। ৭ ম্যাচে ৬ ইকোনমি রেটে নিয়েছিলেন ১১ উইকেট।