promotional_ad

কোহলি-গেইল নয়, শীর্ষে রায়না

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। আইপিএলের চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্স এই দুই দলের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন রায়না।


১৭৬টি ম্যাচ খেলেছেন আইপিএল ক্যারিয়ারে। রান তুলেছেন ৩৪.৩৭ গড়ে। যেখান সংগ্রহ ৪৯৮৫ রান। ১টি শতক এবং ৩৫টি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে। সর্বোচ্চ রানের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি।


promotional_ad

আইপিএলে ১৬৩টি ম্যাচ খেলে ৩৮.৩৫ গড়ে ৪৯৪৮ রান সংগ্রহ করেছেন ভিরাট। ৪টি শতক এবং ৩৪টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতি আইপিএলে খেলেছেন ১৭৩টি ম্যাচ। ৩১.৮৬ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৪৯৩ রান। ১টি শতক এবং ৩৪টি অর্ধশতক তুলে নিয়েছেন রোহিত।


চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর এবং একই দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। দুইজনে যথাক্রমে ১৫৪ এবং ১৬৫ ম্যাচ খেলেছেন। গম্ভীর ৩১ গড়ে রান তুলেছেন ৪২১৭ এবং উথাপ্পা ২৮.৬৭ গড়ে সংগ্রহ করেছেন ৪১২৯ রান।


দুজনেই কোন শতক হাঁকাতে পারেননি আইপিএলে, তবে যথাক্রমে ৩৬টি এবং ২৩টি অর্ধশতক রয়েছে তাঁদের। তালিকায় ছয় এবং সাত নম্বর জায়গা দুটি শেখর ধাওয়ান এবং মহেন্দ্র সিং ধোনির। ১৪৩ এবং ১৭৫ ম্যাচ করে খেলেছেন দুইজনে। ৩৩.২৬ গড়ে ধাওয়ানের গড় ৪০৫৮ এবং ৪০.১৬ গড়ে ধোনির সংগ্রহ ৪০১৬ রান। ধাওয়ানের নামের পাশে ৩২টি অর্ধশতক এবং ধোনির নামের পাশে ২০টি অর্ধশতক রয়েছে।


অষ্টম এবং নবম স্থানে আছেন ডেভিড ওয়ার্নার এবং ক্রিস গেইল। ১১৪টি ম্যাচ খেলে ৪০১৪ রান করেছেন ডেভিড, গড় ৪০.৫৪। তাঁর নামের পাশে তিনটি শতক এবং ৩৬টি অর্ধশতক রয়েছে। ১১২টি ম্যাচ খেলে গেইলের ব্যাট থেকে ৪১.১৭ গড়ে এসেছে ৩৯৯৪ রান। উইন্ডিজ বিধ্বংসী এই বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছেন ৬টি শতক এবং ২৪টি অর্ধশতক।


তালিকায় দশম স্থানটি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। ডানহাতি এই তারকা ব্যাটসম্যান আইপিএলে ১৪১টি ম্যাচ খেলেছেন। ৩৯.৫৩ গড়ে রান সংগ্রহ করেছেন ৩৯৫৩। তাঁর নামের পাশে রয়েছে ৩টি শতক এবং ২৪টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball