বিশ্বকাপের আগে রাশিদ খানের হুমকি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব ক্রিকেটের যে কোন দলকে হারাতে সক্ষম আফগানিস্তান। ইংল্যান্ড বিশ্বকাপের আগে দলগুলোকে হুমকি দিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান।
২০১৮ সালের এশিয়া কাপে আফগানরা দেখিয়েছে তাদের সামর্থ্য। শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো শক্তিশালী দলকে হারিয়ে টুর্নামেন্টে সুপার ফোর নিশ্চিত করেছিল তারা। শক্তিশালী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ টাই করেছে দলটি।

নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আছে দলটির। আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে করে দেখাতে সক্ষম আফগানরা, বিশ্বাস ২০ বছর বয়সী রাশিদ খানের। এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
'এশিয়া কাপে আমরা কেমন খেলেছি সেটা ছিল অন্যরকম এবং আমরা দেখিয়েছি আমরা যে কোন দলকে হারাতে সক্ষম। এখন শুধু নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে। বড় ম্যাচ গুলোতে শান্ত থেকে খেলা উপভোগ করতে হবে। বিশ্বকাপে আমরা এভাবেই খেলব।'
সম্প্রতি আয়ারল্যান্ডকে টেস্টে পরাজিত করে ইতিহাস রচনা করেছে আফগানিস্তান। দ্বিতীয় টেস্টেই জয় তুলে নিয়েছে দলটি। যা দলে থাকা ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও দিগুণ করে দিয়েছে।
আগামী ৩০ ম্যাচ থেকে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেদের সামর্থ্যের সবটুকু দিতে মুখিয়ে আছে আফগানরা।