ব্যাটিংয়ে মমিনুল হক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
লিজেন্ডস অব রূপগঞ্জঃ ১৫/১, ৪ ওভারে

(মোহাম্মদ নাইম ১৪*, মমিনুল হক ১*; শফিউল ইসলাম ০/৮, সোহাগ গাজী ০/১০)
মোহামেডানঃ ২২৯৫/৭, ওভারঃ ৫০
(আব্দুল মজিদ ১০৭, নাদিফ চৌধুরী ৬৪ ; মোহাম্মদ শহিদ ৩/৩২, রিশি ধাওয়ান ১/৪৮)
ব্যাটিং করছেন মমিনুলঃ নিউজিল্যান্ড থেকে ফিরে রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। মোহামেডানের দেয়া ২৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যাটিং করছে রূপগঞ্জ।
ইতিমধ্যে রানআউটে মাত্র তিন রান তুলতেই ফিরে গিয়েছেন ওপেনার আজমির আহমেদ। তিনে নেমে ব্যাটিং করছেন মমিনুল।