সাভারে মুখোমুখি বিজয়-সোহানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড শেষে সুবিধাজনক অবস্থানে নেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তাঁরা।
নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে। অপরদিকে কিছুটা ভালো অবস্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এনামুল হক বিজয়ের দল জিতেছে দুটি ম্যাচে।

পয়েন্ট তালিকায় দলটি আছে তিন নম্বরে। ডিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে দল দুইটি। মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ও প্রাইম ব্যাংকের খেলাটি শুরু হবে সকাল নয়টায়।
ইতিপূর্বে পাঁচবারের দেখায় তিনবার জিতেছে প্রাইম ব্যাংক। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে পয়েন্ট টেবিলের পাশাপাশি মানসিক অবস্থানেও এগিয়ে আছে বিজয়-কাপালিদের দল।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।