আবাহনীর পোশাকে সৌম্যের আসর শুরু

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের খেলায় মঙ্গলবারে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। গত আসরে একবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার জয় পেয়েছিলো আবাহনী।
এবারও ফেভারিট হয়ে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তাঁরা। তিন ম্যাচে ছয় পয়েন্ট ও নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি।

অপরদিকে তিন ম্যাচ খেলে এখনও জয় পায়নি আফিফ হোসেনের শাইনপুকুর। এই ম্যাচটিতে খেলবেন নিউজিল্যান্ড থেকে সদ্য দেশে ফেরা ক্রিকেটার সৌম্য সরকার।
ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতি ভুলতেই মাঠে নামছেন সৌম্য। তাঁর ভাষায়, 'আমি আগামীকাল আবাহনীর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি যখন একা থাকি বাসায়, এসবই মাথায় আসছে।'
শাইনপুকুরের হয়ে সাদমান ইসলামের খেলার কথা থাকলেও পিঠের ব্যথার কারণে ম্যাচটিতে খেলবেন না তিনি, এমনটা জানা গিয়েছে।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।