অরেঞ্জ আর্মিকে সাকিবের আহবান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন করার আহবান জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাকিব আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। বিপিএল ফাইনালে ইনজুরির শিকার হয়ে প্রায় দেড় মাসের মতন খেলার বাইরে ছিলেন তিনি।

আঙ্গুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পারেননি সাকিব। তাই আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। সমর্থকদেরও হায়দ্রাবাদের ম্যাচ সরাসরি দেখতে উদ্বুদ্ধ করছেন সাকিব।
'হ্যালো, অরেঞ্জ আর্মি। সাকিব আল হাসান বলছি, প্রথম ম্যাচটি সবসময়ই আলাদা গুরুত্ব বহন করে। এটাকে আরও বিশেষায়িত করে অরেঞ্জ আর্মির জন্য উচ্ছ্বাস করা। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ম্যাচের টিকেট সংগ্রহ করুন,' এক ভিডিও বার্তায় বলেছেন সাকিব।
আইপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াবে চলতি মাসের ২৩ তারিখ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সাকিব এবারের আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলবেন ২৪ মার্চ। সাকিবের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।