promotional_ad

তৃতীয় টেস্টে ফিরছেন মুশফিক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলার জন্য প্রস্তুত বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।


ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই দেখা দিয়েছিল মুশফিকের পুরনো পাঁজরের  ইনজুরি, যার ফলে তৃতীয় ওয়ানডেতেও অনিশ্চিত ছিলেন তিনি। যদিও ইনজুরি নিয়েই খেলেছিলেন তৃতীয় ওয়ানডে। পরবর্তীতে স্ক্যান করে দেখা যায় তাঁর পাঁজরের একটি হাড়ে চিড়।


promotional_ad

এছাড়া এই সফরে কব্জির ইনজুরিতেও পড়েছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের বিবৃতি অনুযায়ী কব্জির ইনজুরির কারণে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট খেলেনি মুশফিক। তবে তৃতীয় টেস্ট খেলার জন্য বর্তমানে ফিট তিনি।


ক্রিকফ্রেঞ্জিকে টাইগারদের ম্যানেজার পাইলট বলেন, 'আমার মনে হয় শেষ টেস্টে তাঁকে (মুশফিক) পাওয়া যাবে। গতকাল সে থ্রো-ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছে এবং প্রথম দিকে তাঁর যে সমস্যা হতো এখন সেটা হচ্ছে না। তাঁর সম্পর্কে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে কিন্তু আশা করছি অন্য কোন সমস্যার উদয় না হলে সে প্রস্তুত।'


এদিকে প্রথম টেস্ট শেষে ইনজুরি দেখা দিয়েছিল বাঁহাতি ওপেনার তামিম ইকবালেরও। তবে দ্বিতীয় টেস্ট খেলেছেন তিনি এবং শেষ টেস্টেও তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন পাইলট। তাঁর ভাষায়, 'সে (তামিম) এ ব্যাপারে কোন অভিযোগ করে নি এবং বুঝা যাচ্ছে সে ভালো আছে।'


তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইনিংস ব্যবধানে টাইগারদের হারিয়েছে তারা। আগামী ১৬ মার্চ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball