শক্তিশালী গাজী গ্রুপের প্রতিপক্ষ বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হার দিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) যাত্রা শুরু করেছিলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। মঙ্গলবার দিন নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে তাঁরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁদের প্রতিপক্ষ বিকেএসপি। অন্য সব দিনের মতো সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

গাজী গ্রুপের মতো বিকেএসপির শুরুও হয়েছিল হার দিয়ে। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিতেডের কাছে বড় ব্যবধানে হেরেছিল তাঁরা।
আট বছর পর প্রিমিয়ার লীগে খেলতে এসেছে বিকেএসপি। শামসুর রহমান শুভ নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারানো সহজ হবে না দলটির জন্য।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।