মিরপুরে নামছে মোহামেডান-খেলাঘর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিরপুর শের-ই-বাংলায় মঙ্গলবারের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। শেষ তিনবারের দেখায় দুইবারই খেলঘরকে হারিয়েছে মোহামেডান। কেবল গত আসরে মোহামেডানকে হারাতে পেরেছে খেলাঘর।

চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মোহামেডান। শক্তিশালী গাজী গ্রুপকে হারিয়ে এবারের আসরে যাত্রা শুরু করেছে তাঁরা।
অপরদিকে এখন পর্যন্ত খেলাঘরও খেলেছে একটি ম্যাচ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে আসরে যাত্রা করেছে তাঁরা।
মোহামেডানের বিপক্ষে মৌসুমের প্রথম জয় তুলে নিতে চাইবে খেলাঘর। তবে রকিবুল হাসান, আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, মোহাম্মদ আশরাফুল, কাজি অনিকদের দলের বিপক্ষে তাঁদের লড়াইটা সহজ হবে না।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।