মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে টেইলরের ডাবল

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েলিংটনে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মার্টিন ক্রো'র ১৭ টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রস টেইলর। নিজের গুরুর রেকর্ড ভাঙতে লম্বা সময় নিয়েছেন তিনি। এজন্য তাঁকে নিতে হয়েছে মনস্তাত্ত্বিক প্রস্তুতিও।
২০১৬ সালে তিনটি সেঞ্চুরি করে ক্রো'র কাছাকাছি পৌঁছেছিলেন টেইলর। এরপরে ২০১৭ সালের ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে ক্রো'র পাশে নাম লিখিয়েছিলেন তিনি।

এবার কিছুটা লম্বা সময় পর ক্রো'র রেকর্ড ভাঙতে মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলার পর জানান,
'আমি এমন ইনিংস খেলার আগে মনস্তাত্ত্বিক দিক নিয়েও কিছু কাজ করেছি। আমাদের ফিজিওর সঙ্গে কথা বলেছি। মাঠে নেমে যেমনটা চেয়েছি হয়েছে, তাই এখন বেশ ভালো লাগছে।'
নিউজিল্যান্ডের যেকোনো ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিকও এখন টেইলর। বেসিন রিজার্ভে তাঁর রান এখন ১২২৬। এখানেও ক্রো'কে পেছনে ফেলেছেন তিনি।
'আমি হোগানের (ক্রো) কাছে ক্ষমা চেয়েছিলাম এতো সময় নিয়ে রেকর্ড ভাঙার জন্য। বেসিন রিজার্ভে তাঁর রানের রেকর্ডও আমি ভেঙেছি। সে এটার জন্যেও চিন্তিত ছিল।
'আমি যখন খেলা শুরু করেছি তখন ১৭ সংখ্যাটা আমার কাছে বেশ বড় ছিল। আমি যখন সেখানে পৌঁছেছি তখন বিষয়টি স্ব??্তির ছিল। তবে অতোটা নজর দেইনি সত্যি বলতে।'