রুপগঞ্জের মুখোমুখি শাইনপুকুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) সোমবার দিন মুখোমুখি হচ্ছে লিজেন্ডস অফ রুপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়।
আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রুপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে তাঁরা। তবে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে হেরেছে দলটি। দল হিসেবে দুটি দলই বেশ গোছানো। রুপগঞ্জে আছেন নাঈম ইসলাম, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, শুভাশিস রয়, মুক্তার আলি ও মেহেদী মারুফরা।
আফিফ হোসেনের শাইনপুকুরে আছেন সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, শুভাগত হোম, তৌহিদ হৃদয় ও সুজন হাওলাদাররা।
এর আগের আসরে ডিপিএলে আবির্ভাব হয় শাইনপুকুরের। সেই আসরে খেলা একমাত্র ম্যাচে রুপগঞ্জকে হারিয়েছিল শাইনপুকুর।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।