ডি ককের সেঞ্চুরিতে আফ্রিকার সিরিজ জয়

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে বৃষ্টি আইনে লঙ্কানরা হেরেছে ৭১ রানে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলেন ডি কক। যদিও আরেক ওপেনার রিজা হ্যান্ডরিক্স ফিরেছেন মাত্র ৪ রানে। এরপরে ফাফ ডু প্লেসিসও বিদায় নেন ৩৬ রানে।
এরপর সেঞ্চুরি তুলে নেন ডি কক। দলীয় ১৮৭ রানে ফিরে যাওয়ার আগে ১০৮ বলে ১৬ টি চার ও দুটি ছক্কায় ১২১ রান করেন তিনি।

এরপর ভ্যান ডার ডাসেনের ৫০, ডেভিড মিলারের ৪১*, ডোয়াইন প্রিটোরিয়াসের ৩১ ও অ্যাণ্ডিল ফেহলুকায়োর ৩৮* রানের সুবাদে ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৩১ রান তোলে আফ্রিকা।
লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন ইসুরু উদানা। বিশাল লক্ষ্য তাড়ায় দলীয় ৩৫ রানের মধ্যে নিরোশান ডিকওয়েলা (২) এবং অভিশকা ফার্নান্দো (২৩)।
এরপরে হাল ধরেন কুশল মেন্ডিস এবং বিশ্ব ফার্নান্দো। ১৬ ওভারে শ্রীলংকার রান ছিল দুই উইকেটে ৭৫। এরপরে লম্বা সময় বৃষ্টি হওয়ায় বৃষ্টি আইনে শ্রীলংকার সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১১৮ রানের।
ওভার প্রতি লঙ্কানদের প্রয়োজন ছিল ১৬ রানের বেশি। এরপরে আর ম্যাচে ফেরার সুযোগ হয়নি লঙ্কানদের। ২৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১২১ রানে থেমেছে তাঁরা। ৪১ রান আসে মেন্ডিসের ব্যাট থেকে। দুইটি উইকেট নিয়েছেন ইমরান তাহির।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকাঃ- ৩৩১/৫ (৫০ ওভার)
(ডি কক ১২১, ডাসেন ৫০; উদানা ২/৫০)
শ্রীলংকাঃ- ১২১/৫ (২৪ ওভার)
(মেন্ডিস ৪১; তাহির ২/১৯)