promotional_ad

১৯ বছরে তামিম-সাদমানই প্রথম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল ২১১ রানে গুটিয়ে গেলেও উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল এবং সাদমান ইসলাম অনিক যোগ করেছেন ৭৫ রান। এই জুটির মধ্য দিয়ে তাঁরা দুজন ভাগ বসিয়েছেন ১৯ বছর আগে নিউজিল্যান্ডের মাটিতে গড়া দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হার্শেল গিবস এবং গ্যারি কারস্টেনের গড়া পাশে। 


নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে টানা ৩ ইনিংসে উদ্বোধনী জুটিতে পঞ্চাশ ঊর্ধ্ব জুটি পাওয়ার ঘটনা এই নিয়ে ঘটেছে দ্বিতীয়বারের মত। হ্যামিল্টন টেস্টে ৫৭ এবং ৮৮ রানের উপর এবার ওয়েলিংটনে ৭৫ রানের জুটি গড়েছেন তামিম এবং সাদমান।  



promotional_ad

১৯৩০ সাল থেকে টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে নিউজিল্যান্ডে। ১৯৯৯ সালে টানা তিন ইনিংসে ৭৬, ১২৭ ও ৭৩ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিনটিতেই ছিল গ্যারি কারস্টেন-হার্শেল গিবস জুটি। 


এর আগেও অবশ্য দুই বার উদ্বোধনী জুটিতে টানা তিন ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি এসেছে। আগের দুটি জুটির হ্যাট্রিকও বিদেশের মাটিতে ছিল, যেখানে ওপেনার হিসেবে ছিলেন তামিম ইকবাল। 


তামিম থাকলেও তিন বারই ভিন্ন সঙ্গীর সঙ্গে এই হ্যাট্রিক অর্ধশতকের জুটি গড়েছেন তিনি। প্রথমবার ২০১০ সালের ইংল্যান্ড সফরে। তামিম ও ইমরুল কায়েসের জুটিতে লর্ডসে এসেছিল ৮৮ ও ১৮৫ রান। 



আর ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ১২৬। এর ৭ বছর পর ২০১৭ সালে শ্রীলংকার মাটিতে গল টেস্টে দুই ইনিংসে বাংলাদেশ পায় ১১৮ ও ৬৭ রানের জুটি। পরের টেস্টে পি সারা ওভালে প্রথম ইনিংসে ৯৫। সেবার তামিমের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball