চতুর্থ সিরিজ জয়ের পথে আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেরাদুনে রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড। রবিবার বাংলাদেশ সময় ১.৩০ টায় ম্যাচটি শুরু হবে।
এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক আফগানিস্তান। শেষ ম্যাচটি জিততে পারলে আয়ারল্যান্ডকে চতুর্থ বারের মতো সিরিজ হারাবে তাঁরা।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মোহাম্মদ নবীর নৈপুণ্যে পাঁচ উইকেটে জিতেছিল আফগানিস্তান। এরপরে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
তারপরের ম্যাচে চার উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা আনে আইরিশরা। কিন্তু চতুর্থ ম্যাচে ১০৯ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে যায় আফগানরা।
ওয়ানডে সিরিজের আগে টি-টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল আইরিশরা।
আফগানিস্তানঃ- হজরতউল্লাহ জাজাই, জাবেদ আহমেদী, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলী (উইকেটরক্ষক), গুলবাদিন নাইব, রশিদ খান, সাইদ শিরজাদ, মুজিব উর রহমান, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ শেহজাদ, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, জহির খান, ফরিদ মালিক, নুর আলী জাদরান, আফতাব আলম, দাওলাত জাদরান, শাপুর জাদরান।
আয়ারল্যান্ডঃ- পল স্টার্লিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), আন্ড্রু বালবির্নি, জেমস ম্যাকোলাম, কেভিন ও'ব্রায়েন, সিমি সিং, স্টুয়ার্ট পয়েন্টার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থী, টিম মুরতাগ, বয়েড র্যাঙ্কিন, পিটার চেজ, অ্যান্ডি ম্যাকব্রিন, জেমস ক্যামেরন, লরকান টাকার, স্টুয়ার্ট থম্পসন।