ওয়ালিংটন টেস্টে দ্বিতীয় দিনেও বাগড়া দিবে বৃষ্টি!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়ায় পড়তে পারে ওয়েলিংটন টেস্ট। আবহাওয়া বার্তায় এমনটাই জানা গেছে।


রবিবার ওয়ালিংটনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে ঝড়ো বৃষ্টি হতে পারে। শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ঝড়ো বৃষ্টি শুরু হয়।


promotional_ad

ফলে, দ্রুতই বৃষ্টির পানি জমে যায় মাঠে। প্রথম দিন টসই অনুষ্ঠিত হতে পারেনি। প্রথম সেশন বৃষ্টির গর্ভে চলে যাওয়ার পর মাঠ পরিদর্শনে নেমেছিলেন আম্পায়াররা। তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।


স্থানীয় সময় ৩টায় আবহাওয়ার কোনো উন্নতি না দেখে দুই আম্পায়ার পল রাইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। প্রথম দিন খেলা মাঠে না গড়ানোয় দ্বিতীয় দিনের খেলা আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে।


এদিকে, চলতি সিরিজে চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ স্কোয়াড। ইনজুরিতে আছেন ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তাছাড়া মোহাম্মদ মিথুন প্রথম টেস্টে খেলতে পারেননি চোটের কারণে।


দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিশ্চিত। তাছাড়া, সেরে ওঠার জন্য বৃষ্টির কল্যাণে আরেকটি বাড়তি দিন পেলেন মুশফিক-তামিমরা। সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখতে হলে ওয়েলিংটন টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball