নিষিদ্ধ সাবেক জিম্বাবুয়ে ক্রিকেট কর্মকর্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এনক ইকোপকে ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়েছে।
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন সেখানকার ঘরোয়া ক্রিকেটের কর্মকর্তা রাজন নায়ার। ইকোপের শাস্তি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বলে জানানো হয়েছে।

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের তদন্তে প্রমাণিত হয়েছে ইকোপ দুর্নীতির সঙ্গে জাড়িত ছিলেন। তাছাড়া, এই ঘটনার মূল হোতা রাজন নায়ারকে গত বছরই ২০ বছরের জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সব ধরণের কর্মকান্ড থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০১৮ সালে শুরু হওয়া তদন্তে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন ইকোপ। তাছাড়া, নিজের মোবাইল ফোন ও তথ্য সরবরাহ করতে অস্বীকার করেছিলেন তিনি।
আইসিসির মহাপরিচালক অ্যালেক্স মার্শাল, ইকোপের বিরুদ্ধে আনা এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এটা খেলাধুলোর সাথে যুক্ত অন্যদের জন্য একটি বার্তা বলেও জানালেন তিনি।
'আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং জনাব ইকোপের গুরুতর অপরাধ প্রতিফলিত হয়েছে। অসহযোগীতা এবং তদন্তে বাঁধা কোনো ভাবেই কাম্য নয় এবং সাম্প্রতি নিষেধাজ্ঞা অন্যদেরও একটা বার্তা দেবে যারা খেলাধুলার সাথে যুক্ত আছে।'