promotional_ad

৯ হাজারি ক্লাবে দ্রুততম অধিনায়ক কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। ১২০ বলে ১১৬ রানের ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন তিনি। সঙ্গে ছুঁয়েছেন বেশ কয়েকটি মাইলফলক।


আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯ হাজার রানের মালিক এখন কোহলি। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অজি দলপতি রিকি পন্টিংকে। অজিদের বিপক্ষে ২২ রানে পৌঁছনোর সময়ই অধিনায়ক হিসেবে ৯০০০ রান পূর্ণ করে ফেলেন কোহালি।



promotional_ad

কোহলি এই রেকর্ড ভেঙেছেন মাত্র ১৫৯ ইনিংসে। রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রানের মাইলফলক গড়েছিলেন। ৪৪ ইনিংস কম খেলেই এই রেকর্ডে নাম লেখালেন কোহলি।


আন্তর্জাতিক ক্রিকেটে কোহালি হলেন ষষ্ঠ অধিনায়ক যিনি ৯০০০ রান করলেন। কোহালি ও পন্টিং ছাড়া গ্রায়েম স্মিথ (২২০ ইনিংস), মহেন্দ্র সিংহ ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিংয়ের (২৭২ ইনিংস) এই কৃতিত্ব রয়েছে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের ৪০ তম সেঞ্চুরি উৎযাপন করেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি কোহলির সপ্তম সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কা ও উইন্ডিজের বিপক্ষে সাত বা ততোধিক সেঞ্চুরি করেছেন কোহলি।



এই কীর্তি আর কারোর নেই। এই ইনিংসে কোহলি মোট ১০টি বাউন্ডারি মেরেছেন। আর তাতে ১হাজার বাউন্ডারি মারার রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এর আগে এই কীর্তি রয়েছে শুধু ৩ জন ভারতীয় ক্রিকেটারের। তারা হলের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দর শেওয়াগ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball