promotional_ad

টেস্ট রেটিং পয়েন্টে উইলিয়ামসনের ইতিহাস রচনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের হয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন দলের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন তিনি, যা নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানের জন্য টেস্ট ইতিহাসে প্রথম।


বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলার পর এই ইতিহাস গড়েছেন তিনি। হেমিল্টন টেস্টের আগে আইসিসির রেটিং পয়েন্টে ৮৯৭ তে ছিলেন তিনি। টাইগারদের বিপক্ষে দ্বিশতকের ইনিংসে বড় লাফ দিয়ে ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছে গেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।


টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা উইলিয়ামসন ব্যবধান অনেকটা কমিয়েছেন শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি থেকে। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে তিনি।



promotional_ad

কিউইদের ইতিহাসে সবচেয়ে বেশি ২০টি টেস্ট শতক উইলিয়ামসনের। হ্যামিল্টনে ডাবল সেঞ্চুরির পথে দেশের ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ৬ হাজার রানের মাইলফলকও।


নিউজিল্যান্ডের হয়ে বোলিং-ব্যাটিং মিলিয়ে নয়'শ পয়েন্ট অতিক্রম করেছেন মাত্র একজন। রিচার্ড হ্যাডলি, ১৯৮৫ সালে বোলারদের মধ্যে ৯০৯ রেটিং পয়েন্ট পেয়েছিলেন সর্বকালের সেরা বোলারদের একজন হ্যাডলি।


উইলিয়ামসন ছাড়া অন্য বাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রেটিং পয়েন্ট রস টেইলরের ৮৭১। যা তিনি অর্জন করেছিলেন ২০১৩ সালে।


ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ডন ব্র্যাডমানের। ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে ৯৭৪ রেটিং পয়েন্ট ছিল সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্র্যাডম্যানের।



তাঁর সবচেয়ে নিকটে যেতে পেরেছিলেন স্টিভেন স্মিথ। ২০১৭ সালের ডিসেম্বরে ছুঁয়েছিলেন ৯৪৭ রেটিং পয়েন্ট। এরপরে বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে এখন ৮৫৭।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball