ফাইনালেও রানে ভরা উইকেট দেখছেন সোহান

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টিতে প্রায় প্রতিটি ম্যাচেই বড় স্কোর হয়েছে। বিশেষ করে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফাইনালেও বড় সংগ্রহ গড়ার মতো উইকেট হবে বলে মনে করেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি মনে করেন টি-টুয়েন্টি খেলাটা বড় স্কোর গড়া ও বড় স্কোর তাড়া করতে পারলেই উপভোগ্য হয়। এটাই ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রাণ। তাই ডিপিএল টি-টুয়েন্টির ফাইনালেও এমন উইকেটের আশাবাদী সোহান।
'টি-টুয়েন্টিতে খেলাটা সবার কাছে সবসময় উপভোগ্য হবে যখন খেলাটা বড় স্কোর হবে এবং বড় স্কোর চেইজ হবে। এটাই সবচেয়ে বড় জিনিস। এখানে শেষ যেই ৩-৪টা ম্যাচ হয়েছে, হাই স্করিং রান চেইজ হয়েছে। আশা করব ফাইনালের উইকেটও ভালো হবে।'

ডিপিএল টি-টুয়েন্টির এবারের আসরের সেমিফাইনালে শাইনপুকুরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শেখ জামাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রাইম দ্বোলেশ্বর। তারা প্রাইম ব্যাংককে হারিয়ে ফাইনালে এসেছে।
সোমবার মিরপুরে অনুষ্ঠিত হবে ডিপিএল টি-টুয়েন্টির প্রথম আসরের ফাইনাল। এখন পর্যন্ত যেসব উইকেটে খেলা হয়েছে, সেগুলো বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন সোহান। মিরপুরে ম্যাচ মানেই লো স্কোরিংয়ের যে শঙ্কা থাকে, তা এই টুর্নামেন্টে দেখা যায়নি বলে জানালেন তিনি।
'সত্যি কথা বলতে, যেই কয়টা উইকেটে খেলা হয়েছে, আমার মনে হয় খুব ভালো উইকেটে খেলা হয়েছে। মিরপুরের উইকেট আমরা বিপিএলের সময় সবসময় চিন্তা থাকে লো স্কোরিং ম্যাচ হবে। বাট দিন শেষে এই টুর্নামেন্টে যেই ম্যাচ গুলো হয়েছে, এখানে বড় স্কোর হয়েছে এবং বড় স্কোর চেইজও হয়েছে।'