তামিমে অনুপ্রাণিত রিয়াদ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের ব্যাটিংয়ে অনুপ্রাণিত হয়েই হ্যামিল্টনে সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম যে পরিকল্পনায় ব্যাট করেছেন, সেই পরিকল্পনা কাজে লাগিয়েই দ্বিতীয় ইনিংসে সফল হয়েছেন রিয়াদ।
হ্যামিল্টনের মাটিতে নিজের তৃতীয় শতক হাঁকানোর দিন বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারেন নি এই অধিনায়ক। ম্যাচ হারলেও দুই ইনিনিংসেই দারুণ খেলা তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াদ। রিয়াদ বলেন,

'তামিমের একটা দিক তুলে ধরতে চাই কারণ ও খুব ভালো ব্যাটিং করেছে, একটা সময় রাউন্ড দা উইকেটে এসে ওয়েগনার যখন ওকে বাউন্সার দিচ্ছিল।
'আমার মনে হয় আমাদের দলে তামিম সবচেয়ে ভালো পুল-হুক খেলে, ও ওই সময়টা টিকে যায়। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। তাই আমিও চেষ্টা করেছি একই জিনিষটা করার।'
এদিকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার দিন রিয়াদ চেষ্টা করেছেন সময় নিয়ে ব্যাট করার। লক্ষ্য ছিল প্রতিপক্ষ বোলাররা ক্লান্ত হয়ে গেলে সুযোগ বুঝে ঝুঁকি নিবেন। রিয়াদ আরও বলেন,
'সময় নিয়ে খেলার চেষ্টা করেছি, ওরা ক্লান্ত হয়ে গেলে আমি আমার সুযোগ গুলো নিতে পারবো এটাই ভাবনা ছিল। যেটা আমি কালকে চেষ্টা করেছি, ওরা বাউন্সার মারার পাশাপাশি ইয়র্কারও চেষ্টা করছিল। এই চিন্তায়ই ব্যাটিং করেছিলাম।'