promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি কিউইদের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন দুই কিউই ওপেনার জিত রাভাল এবং টম লাথাম। আজ হ্যামিল্টনে খেলতে নেমে ২৫৪ রানের উদ্বোধনি জুটি গড়েছেন তাঁরা। 


এর আগে টাইগারদের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ ওপেনিং জুটিটি ছিলো ১০৪ রানের। ২০০১-০২ মৌসুমে ম্যাট হর্ন এবং মার্ক রিচার্ডসন ওয়েলিংটনে এই জুটিটি গড়েছিলেন।


তবে সফরকারীদের বিপক্ষে নিউজিল্যান্ডের সবথেকে বেশি রানের জুটিটি ছিলো ষষ্ঠ উইকেটে। এই হ্যামিল্টনেই ২০০৯-১০ মৌসুমে মার্টিন গাপটিল এবং ব্র্যান্ডন ম্যাককালাম ৩৩৯ রানের জুটি গড়েছিলেন। 


তৃতীয় সর্বোচ্চ জুটিটি ছিলো তৃতীয় ইইকেটে। স্টিভেন ফ্লেমিং এবং স্কট স্টাইরিসের ব্যাটে ২০০১-০৫ মৌসুমে চট্টগ্রামে ২০৪ রানের জুটি পেয়েছিলো নিউজিল্যান্ড।  


উল্লেখ্য সেডন পার্কে অনুষ্ঠিত টেস্টটির প্রথম দিন বাংলাদেশের ২৩৪ রানের জবাবে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে খেলা শেষ করেছিলো স্বাগতিক নিউজিল্যান্ড।


এরপর আজ খেলতে নেমে দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লাথাম এবং রাভাল। লাথাম তাঁর ক্যারিয়ারর ১৬তম অর্ধশতক তুলে নেয়ার পাশাপাশি ৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন।  



promotional_ad

টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জুটির তালিকাঃ (চলমান ম্যাচের আগে পর্যন্ত) 


প্রথম উইকেটঃ ম্যাট হর্ন এবং মার্ক রিচার্ডসন-১০৪ (ওয়েলিংটন) ২০০১/০২


দ্বিতীয় উইকেটঃ পিটার ফুলটন এবং কেন উইলিয়ামসন- ১২৬ (চিটাগাং) ২০১৩/১৪


তৃতীয় উইকেটঃ স্টিভেন ফ্লেমিং এবং স্কট স্টাইরিস- ২০৪ (চিটাগাং) ২০০৪/০৫


চতুর্থ উইকেটঃ টম লাথাম এবং হেনরি নিকোলস- ১৪২ (ওয়েলিংটন) ২০১৬/১৭


পঞ্চম উইকেটঃ মার্ক রিচার্ডসন এবং ক্রেইগ ম্যাকমিলান- ১৯০ (হ্যামিল্টন) ২০০১/০২


ষষ্ঠ উইকেটঃ মার্টিন গাপটিল এবং ব্র্যান্ডন ম্যাককালাম- ৩৩৯ (হ্যামিল্টন) ২০০৯/১০



সপ্তম উইকেটঃ ব্র্যান্ডন ম্যাককালাম এবং ড্যানিয়েল ভেটরি- ৮১ (ওয়েলিংটন) ২০০৭/০৮


অষ্টম উইকেটঃ বিজে ওয়াটলিং এবং ডি ব্রেসওয়েল- ৫৭ (চিটাগাং) ২০১৩/১৪


নবম উইকেটঃ হেনরি নিকোলস এবং নেইল ওয়াগনার-৫৭ (ক্রাইস্টচার্চ) ২০১৬/১৭


দশম উইকেটঃ বিজে ওয়াটলিং এবং ট্রেন্ট বোল্ট- ১২৭ (চিটাগাং) ২০১৩/১৪  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball