ক্রিকেটের কিংবদন্তী ক্রিস গেইলঃ বাটলার

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজ ব্যাটিং ঝড় ক্রিস গেইলকে ক্রিকেটের কিংবদন্তী হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। চতুর্থ ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে ৯৭ বলে ১৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন উইন্ডিজ বাঁহাতি ওপেনার গেইল।
তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ জয়ের বেশ বড় সম্ভাবনা ছিলো ক্যারিবিয়ানদের। ইংলিশদের ছুঁড়ে দেয়া ৪১৯ রানের বিশাল লক্ষ্যও মামুলি মনে হচ্ছিলো একটা সময়। ম্যাচ শেষে বাটলার সেই সময়ের কথা উল্লেখ করে তাই বলেছেন,

'এটি অসাধারণ একটি ড্রেস রিহার্সেল ছিলো, একই সাথে প্রচুর চাপও ছিলো। তবে যে দলই ফেভারিট হোক না কেন এটি ছিল অবিশ্বাস্য একটি ম্যাচ এবং ক্রিস গেইল যদি প্রতিপক্ষ দলে থাকে, আপনি ম্যাচ হারতেই পারেন। আমি সম্ভবত এত সহজে ছয় মারতে কাউকে দেখি নি। সে ক্রিকেটের একজন কিংবদন্তী।'
আটশত রানের এই ম্যাচটির প্রতিটি পরতে পরতে ছিলো উত্তেজনা। সেই উত্তেজনা এবং চাপ বাটলারকেও গ্রাস করেছিলো সমানভাবে। সেই অনুভূতির কথা উল্লেখ করে তিনি বলেছেন,
'এটি চরম উত্তেজনারকর ছিলো। আমি আমার নিশ্বাস বন্ধ করে ফেলেছিলাম। এটি অবিশ্বাস্য ক্রিকেট ম্যাচ ছিল। তবে প্রচন্ড চাপের মধ্যে থাকা সত্ত্বেও আমরা সেটি কাটাতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য উইন্ডিজদের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে শুরুতে ব্যাটিং করে ৪১৮ রানের পাহাড় সমান পুঁজি দাঁড়া করিয়েছিলো সফরকারী ইংল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইলের ঝড় সত্ত্বেও ৩৮৯ রানে থামতে হয় ক্যারিবিয়ানদের। ফলে ২৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গিয়েছে তারা।