promotional_ad

অবসরের সিদ্ধান্ত পরিবর্তনের আভাস গেইলের

ছবি-সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর না নেয়ার ইঙ্গিত দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল।


চলতি মাসের শুরুতে বিশ্বকাপের পর পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছিলেন এই ক্যারিবিয়ান। তবে ৫০ ওভারের ক্রিকেটে এখনও যে তিনি সার্ভিস দিতে সক্ষম সেটি প্রমাণিত হয়েছে চলমান সিরিজেই। আর সেই কারণে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার আভাস দিয়েছেন গেইল। চতুর্থ ওয়ানডে শেষে তিনি বলেছেন,  



promotional_ad

'আমার মতে এটি আমার খেলা অন্যতম সেরা একটি ইনিংস। খেলাটি দারুণ ছিলো। আমি এখন পর্যন্ত অনেক টি টুয়েন্টি ম্যাচ খেলেছি, সুতরাং ৫০ ওভারের ক্রিকেটে ফিরে আসা সর্বদাই বেশ কঠিন। তবে আমার শরীর এখনও ৫০ ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত।'


শুধুমাত্র ফিটনেস ঠিক রাখতে পারলে আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি (অবসরের সিদ্ধান্ত) পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেছেন গেইল। সামনে আরও ম্যাচ খেলার কথা জানিয়ে এই ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ের ভাষ্য, 


'আমার শুধু আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং এরপর হয়তো ক্রিস গেইলকে আরও দেখতে পারবেন আপনারা। পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হয়। আশা করি আমার শরীর আগামী কয়েক মাসে আরও পরিবর্তিত হবে এবং আমরা দেখতে পারবো কি হবে। আমার শরীরের কি হয়েছে? আমার বয়স প্রায় ৪০। আমাকে কি অবসর নিতে হবে? দেখা যাক ধীরে ধীরে।'   



উল্লেখ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে ১৪টি ছয় হাঁকিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ছয়ের বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিস গেইল। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ ছয় হাঁকানোর কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ছয়ের সংখ্যা মোট ৫০৬টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball