ছক্কার বিশ্বরেকর্ডে ক্রিস গেইল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৪টি ছয় হাঁকিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ছয়ের বিশ্বরেকর্ড গড়েছেন উইন্ডিজদের হার্ড হিটার ওপেনার ক্রিস গেইল।
একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ ছয় হাঁকানোর কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ছয়ের সংখ্যা মোট ৫০৬টি। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজটি শুরুর আগে ৪৭৬ ছয়ের মালিক ছিলেন গেইল।

তবে প্রথম ম্যাচে ১২টি, দ্বিতীয়টিতে ৪টি এবং বুধবারের ম্যাচটিতে ১৪টি ছয় হাঁকিয়ে এক সিরিজে সর্বোচ্চ ৩০ ছয়ের মালিক বনে গিয়েছেন এই ক্যারিবিয়ান। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা। ২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ছয় ইনিংসে ২৩টি ছয় হাঁকিয়েছিলেন তিনি।
শুধু তাই নয়, ৯৭ বলে ১৬২ রানের ইনিংসটি খেলার মধ্য দিয়ে উইন্ডিজদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন গেইল। বর্তমানে তাঁর সামনে ১০ হাজার ৪০৫ রান নিয়ে শুধু অবস্থান করছেন কিংবদন্তী ব্রায়ান লারা।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের মালিক হিসেবে গেইলের পর তালিকার দ্বিতীয়তে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। মোট ৫২৪টি ম্যাচে ৪৭৬ ছয়ের মালিক তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই আফ্রিদিকে ছাড়িয়ে গিয়েছেন গেইল।
এরপর যথাক্রমে তালিকাটিতে আছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম, ভারতের মহেন্দ্রা সিং ধোনি এবং শ্রীলঙ্কার সানাথ জয়সুরিয়া। ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯৮টি ছয় হাঁকিয়েছিলেন ম্যাককালাম। যেখানে ধোনি ৫২৬ ম্যাচে ৩৫২টি এবং জয়সুরিয়া ৬৫১ ম্যাচে ৩৫২টি ছয় মেরেছেন।