পরিকল্পনা কাজে লাগিয়ে সফল রুবেল

ছবি: ছবি- ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে পা রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গ্রুপের প্রথম ম্যাচে জয়ী দুই দলের লড়াইয়ে বুধবার আবাহনী লিমিটেডকে ৪৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। দলের জয়ে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তরুণ ব্যাটসম্যান রুবেল মিয়া।
তিনি হাঁকিয়েছেন দারুণ এক অর্ধশতক। তার ব্যাটে ভর করেই মূলত বড় পুঁজি গড়তে পেরেছিল প্রাইম ব্যাংক। ম্যাচ শেষে রুবেল জানিয়েছেন প্রাইম ব্যাংকের কোচ সারোয়ার ইমরানের নির্দেশনা ছিল প্রান্ত বদল করে খেলা। সেটাই মাঠে বাস্তবায়ন করেছেন রুবেল। মারার বল মেরেই ৫৬ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন।

'পরিকল্পনা বলতে ইমরান স্যার বলেছে, প্রান্ত বদল করে খেলতে। চেষ্টা ছিল মারার বলে সুযোগ নিব এবং এক দুই নিয়ে খেলব। প্রিমিয়ার লিগ তিন-চার বছর ধরে খেলছি। সবকিছু সহজ ভাবে নিলেই ভালো হয়।'
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের ১৭৬ রানের জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকা আবাহনী করতে পেরেছে ১২৭ রান। ফলে শেষ পর্যন্ত জয়ের মুকুট মাথায় নিয়েই মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক।
২০১৭ সালের জুনে ভিক্টোরিয়ার হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে লেখার পর এই প্রথম ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে আবার খেলছেন রুবেল। আগের দিন টি-টোয়েন্টি অভিষেকে করেছিলেন ৪৩ বলে ৪৪। দ্বিতীয় ম্যাচে আরেকটি বিধ্বংসী ইনিংস খেলে নিজের আগমন জানান দিয়েছেন এই তরুণ।