promotional_ad

নাইটহুড পদক গ্রহণ করলেন কুক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে নাইটহুড পদক গ্রহণ করেছেন। ইংল্যান্ডের ক্রিকেটে তাঁর অবদানের জন্য তাকে এই পদক দেয়া হয়েছে।


বাকিংহাম প্যালেসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ব্রিটেনের রানীর কাছ থেকে তিনি সম্মানসূচক এই পদক গ্রহণ করেন এই সাবেক তারকা ক্রিকেটার। কুক গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।



promotional_ad

ঘরের মাঠে ভারতের বিপক্ষে বিদায়ী টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছিলেন। ইংল্যান্ডের ক্রিকেটে তাঁর নাম সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


সাদা পোষাকের ক্রিকেটে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক। সঙ্গে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটিও তাঁর দখলে। তিনি ১৬১টি টেস্ট ম্যাচে ব্যাট হাতে করেছেন ১২ হাজার ৪৭২ রান।


অধিনায়ক হিসেবেও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে জয়ের রেকর্ড তাঁর। ফিল্ডার হিসেবেও কিংবদন্তিদের কাতারে থাকবে কুক। ১৬১ টি ক্যাচ নিয়েছেন তিনি। তাছাড়া ইংল্যান্ডের হয়ে সর্বাধিক (৩৩) সেঞ্চুরি করার রেকর্ডে তাঁর ধারে কাছেও নেই কেউ।



সম্মানজনক পদক হাতে কুক বলেছেন, ‘এখানে আমার নাম দেখতে পেয়ে আমি সত্যিই বাকরুদ্ধ। আসলে এই ধরনের প্রাপ্তির সঙ্গে আমি অভ্যস্ত নই। আমি কখনো ভাবিনি যে আমার নামের পূর্বে এক সময় ‘স্যার’ শব্দটি যুক্ত হবে। এগুলো ভাবতে আসলে কখনোই অভ্যস্ত ছিলাম না আমি। এটা সত্যিই অপার্থিব এবং অদ্ভুত।'


‘আমি হাজার হাজার দর্শকের সামনে ক্রিকেট খেলেছি। কিন্তু কখনো নার্ভাস অনুভব করিনি। কিন্তু আজ রানীর সামনে গিয়ে নতজানু হয়ে দাঁড়ানো এবং এই বিশেষ পদক নেওয়ার ক্ষেত্রে বেশ নার্ভাস অনুভব করেছি। সত্যিই অদ্ভুত বিষয়টা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball