কোলপাক চুক্তিতে অলিভিয়ের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মরনে মরকেল, রাইলি রুশো, কাইল অ্যাবোট ও ওয়েন পার্নেলের পর কোলপাক চুক্তিতে নাম লিখিয়েছেন প্রোটিয়া পেসার ডুয়েন অলিভিয়ের। ফলে, তাকে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সম্ভাবনাময় এই পেসার ইয়র্কশায়ারের হয়ে তিন বছর খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। একথা নিজের ইনস্টাগ্রাম আইডিতে এক বিবৃতিতে অলিভিয়ের নিজেই জানিয়েছেন। অলিভিয়েরের মতে এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

'আমার সিদ্ধান্ত কারোর বোঝার জন্য কঠিন হতে পারে, কিন্তু একজন পেশাদার ক্রিকেট খেলোয়াড় হিসেবে স্বল্পমেয়াদী ক্যারিয়ারে এবং আমার সকল সুযোগ যথোপযুক্ত বিবেচনা করা উচিত, বেঁছে নেয়া উচিত।'
এই আক্রমণাত্মক পেস বোলারের টেস্ট অভিষেক হয় ২০১৭ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে। এরপর থেকে ১০ টি টেস্টে ১৯.২৫ গড়ে ৪৮ উইকেট শিকার করেছেন। তিনি ২০১৭ সালের জুলাই এবং আগস্টে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে দুটি টেস্টে ছিলেন।
২০১৮ সালে তিনি কাউন্টিতে ডার্বিশায়ারে বিদেশী খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন। এবার কোলপাক চুক্তিতে সাক্ষর করায় স্থানীয় খেলোয়াড়দের কোটায় খেলতে পারবেন এই পেস তারকা। তাঁর গত বছরের কাউন্টি অভিজ্ঞতাই তাকে কোলপাক চুক্তিতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।
'আমি গত বছর যুক্তরাজ্যে এসেছিলাম এবং কাউন্টি ক্রিকেট খেলার সময়টা উপভোগ করেছি। আমি তখন থেকেই বুঝতে পেরেছি যে আমি আনন্দের সাথে ভবিষ্যতের জন্য সেখানে থাকতে পারি।'
'আমি মূলত বিদেশী খেলোয়াড় হিসাবে ফিরে আসার চেষ্টা করছিলাম কিন্তু যখন কোলপাকের জন্য ইয়র্কশায়ার থেকে দীর্ঘমেয়াদী অফার পেয়েছিলাম তখন আমি জানতাম যে ক্লাবটির জন্য স্বাক্ষর করা এবং আমার পরিবারের উভয়ের জন্য সর্বোত্তম বিকল্প হবে।'